খরগোশ ও কচ্ছপ

  গল্প

খরগোশ ও কচ্ছপ

বনে এক খরগোশ ও এক কচ্ছপ বাস করতো। দুজনের ভারী ভাব। কচ্ছপ ধীরে ধীরে চলে বলে খরগোশ সব সময় তাকে ঠাট্টা করতো।

একদিন কচ্ছপ খরগোশ কে বললো “ভাই খরগোশ, চল আমরা দুজনে একসাথে দৌড়াই।” খরগোশ তো হেসেই অস্থির। সে বললো “তুমি আমার সাথে কি দৌড়াবে ভাই, তুমিতো হেরে যাবে। আচ্ছা তুমি যখন বলছো, তখন চল দৌড় শুরু করি।”

খরগোশ দ্রুত দৌড়ে সীমানার প্রায় কাছে পৌঁছে গেল। সে ভাবলো “কচ্ছপতো অনেক পিছনে রয়েছে। ও আসার আগে আমি একটু বিশ্রাম করে নেই। ওকে দেখতে পেলেই আমি দৌড়ে সীমানা পেরিয়ে যাব তখন ভারী মজা হবে।” এই ভেবে চোখবুজে গাছের নিচে বসে খরগোশ ঘুমিয়ে পড়লো।

এদিকে কচ্ছপ ধীরে ধীরে হেঁটে জয়ের সীমানায় পৌছে দেখলো তখনও খরগোশ গাছের নিচে ঘুমাচ্ছে। সে তাকে না জাগিয়ে এগিয়ে যেতে থাকলো এবং মজা পেতে লাগলো। হঠাৎ খরগোশ জেগে উঠে দেখলো বন্ধু কচ্ছপ জয়ের সীমানা পেরিয়ে চলে গেছে এবং তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে।

এইভাবে দৌড় প্রতিযোগিতায় খরগোশ কচ্ছপের কাছে হেরে গেল।

Slow And Steady Wins The Race.

অধ্যবসায়ই সাফল্যের মূলমন্ত্র