এক গাছের ডালে একটা মোরগকে বসে থাকতে দেখলো শেয়াল। সে ভাবলো “আজ এই মোরগটাকে মারতে পারলে আমার ভোজনটা খুবই উপাদেয় হবে সন্দেহ নাই।” কিন্তু শেয়ালতো গাছে চড়তে পারে না। তাই মোরগকে কি উপায়ে গাছ থেকে নিচে নামানো যায় তাই ভাবতে লাগলো।
শেয়াল গুটিগুটি পায়ে গাছের নিচে গিয়ে বসলো এবং বলতে লাগলো “এই যে মোরগভায়া তোমার জন্য একটা সুখবর এনেছি। স্বর্গ থেকে একটা নির্দেশ এসেছে যে এবার থেকে বনের সব পশুপাখিরা একত্রে বন্ধুর মতো বাস করবে। তারা কেউ একে অপরকে মেরে খাবে না। ফলে আমরা ঠিক করেছি এখন থেকে মোরগ বা মুরগিদের মারবো না। তাই বলছি তুমি আমায় ভয় পেও না। দয়া করে নিচে নেমে এসো ভাই। আমরা দুজনে একসাথে বসে সুখ-দুঃখের গল্প করি।”
মোরগ শেয়ালের চালাকি বুঝতে পেরে হেসে জবাব দিলো “শেয়াল মামা, এটাতো খুব ভালো খবর শোনালে। তাই তো তোমার সব বন্ধুরা তোমার সাথে দেখা করতে আসছে দেখছি।”
শেয়াল অবাক হয়ে জিজ্ঞাসা করলো “আমার বন্ধু? কে বলতো ভায়া?”
মোরগ বললো “কেন শিকারি কুকুররা তোমার বন্ধু নয়?”
শেয়াল শিকারি কুকুরের নাম শুনেই ভয় পেয়ে উঠে দাঁড়ালো।
মোরগ বললো “একি শেয়াল মামা তুমি ভয় পাচ্ছ কেন? আমরা তো এখন থেকে সবাই বন্ধুর মতো থাকবো বললে।”
শেয়াল মাথা নেড়ে বললো “সেটা তো আমি জানি ভায়া। কিন্তু শিকারি কুকুররা হয়তো এখন পর্যন্ত সে খবর শোনেনি।”
এই না বলে শেয়াল লেজ গুটিয়ে বনের পথে দৌড়ে পালালো। মোরগ আনন্দে হাসতে লাগলো।