গরুর পাল ও বাঘ

  গল্প

গরুর পাল ও বাঘ

এক বনে চারটে গরু বাস করতো। তাদের খুব বন্ধুত্ব ছিল এবং সব সময় একসঙ্গে থাকতো ও ঘুরে বেড়াতো। যদি কোনো বন্য পশু তাদের আক্রমণ করতো তবে তারা একজোট হয়ে তাকে মেরে তাড়িয়ে দিত। এইভাবে নিশ্চিন্তে ও শান্তিতেই তারা বনের মধ্যে ঘুরতো এবং দিন কাটাত।

ঐ বনের একটা বাঘ এই চার হৃষ্টপুষ্ট গরুকে দেখে দূর থেকেই নিঃশ্বাস ফেলতো আর ভাবতো কবে এদের মেরে খাবে। কিন্তু গরুর দল সব সময় একসাথে থাকতে বলে বাঘ তাদের কাছে যেতে সাহস পেতো না। সে সুযোগের অপেক্ষা করতে লাগলো।

একদিন গরুর দল কোনো কারণে আলাদা হয়ে পড়লো। প্রত্যেকে যে যার পথে খাবারের সন্ধানে গেল। বাঘ দেখলো এই তো সুযোগ। সে এক একটা গরুর পেছনে ধাওয়া করে পর পর চারটে গরুকে মেরে খেয়ে ফেললো। পেটভরে খেয়ে বাঘমামা মনের আনন্দে বসে বসে ঝিমোতে লাগলো। বেচারা গরুগুলো একলা হওয়ায় বাঘের কবলে অকালে প্রাণ দিলো।


Unity is Strength. United We Stand, Divided We Fall.

একতাই বল