গোয়াল ঘরে কুকুর

  গল্প

গোয়াল ঘরে কুকুর

গাঁয়ের একটি গরুর পাল গোয়ালে গেল খাবার খেতে। তারা দেখলো তাদের জাবনার পাত্রে খড়ের উপর একটা কুকুর বেশ আরামে শুয়ে আছে। গরুর পালকে দেখে সে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো যাতে তারা ভয় পেয়ে চলে যায়।

একটা গরু সাহস করে এগিয়ে এসে বললো “ভাই আমরা খুবই ক্ষুধার্ত, এই খড়গুলো সব আমাদের খাবার। দয়া করে তুমি এখান থেকে সরে যাও। আমাদের খাবার খেতে দাও।” কিন্তু কুকুর এমন ভাবে দাঁতমুখ খিচিয়ে উঠলো যে গরু ভয়ে পেছনে সরে গেল।

তখন অন্য একটা গরু গিয়ে, এক ষাঁড়কে ডেকে আনলো। সে এসে কুকুরকে বলল- “তুমি এই খড়গুলো খাবেনা বেশ ভালো করেই জানো। এগুলো সব এই গরুদের খাবার। তুমি ভালোয় ভালোয় এখান থেকে চলে যাও বাছা।”

কুকুর কিন্তু ষাড়ের কথায় কানই দিলো না। যেমন বসেছিল তেমনই বসে থাকলো। ষাঁড় তখন জোরে আওয়াজ করে শিং উঁচিয়ে তার দিকে তেড়ে গেল গুঁতা মারবে বলে। কুকুর তখন বিপদ বুঝে দৌড়ে পালিয়ে গেল।





It is Not Good To Be A Dog in The Manger.

গোয়াল ঘরে কুকুরের কি কাজ?