‘জুনো’ এবং মা-বাঁদর

  গল্প

‘জুনো’ এবং মা-বাঁদর

একবার দেবতাদের রানী ‘জুনো' বনের সব পশুদের বাচ্চা সমেত সমবেত হতে বললেন। তিনি ঘোষণা করলেন, “পশুদের বাচ্চাদের মধ্যে যে সবচেয়ে সুন্দর তাকে আমি একটা মূল্যবান পুরস্কার দেবো।”

ঘোষণা শুনে বনের সব পশু পাখিরা তাদের বাচ্চাদের কোলেপিঠে নিয়ে এক জায়গায় এসে মিলিত হল। রানী এক এক করে সবার কাছে গিয়ে বাচ্চাদের দেখতে ও আদর করতে লাগলেন। একটা বাঁদর তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে এক কোনায় চুপচাপ বসে ছিল। রানী বাঁদরের নাকচেপটা, ভোতামুখো বাচ্চাকে দেখে ঘৃণায় নাক কুঁচকে বললেন “ছিঃ এটা কি বিচ্ছিরি দেখতে। এ কোন মতেই পুরস্কার পাবার যোগ্য নয়।”

রানীর এই কথা শুনে ‘মা’ বাঁদরের খুবই দুঃখ হল । সে তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। বাচ্চার মাথায় ও গায়ে হাত বুলিয়ে সে বললো “বাছা তুমি দঃখ করো না। আমি তো তোমায় খুব ভালবাসি। তুমি আমার সাত রাজার ধন মানিক। আমার কাছে তোমার চেয়ে মূল্যবান পুরস্কার আর কিছুই নেই। আল্লাহর কাছে প্রার্থনা করি তুমি দীর্ঘায়ু হও বাছা।”



Mother's Love Is Eternal.

মায়ের ভালোবাসার চিরন্তন