ছদ্মবেশী নেকড়ে

  গল্প

ছদ্মবেশী নেকড়ে

একদিন এক নেকড়ে খাবার সন্ধানে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। সে দেখলো একপাল ভেড়া মনের আনন্দে কচি কচি ঘাস খাচ্ছে। একটা ছোট নাদুসনুদুস ভেড়াকে দেখে তার জিভে পানি এসে গেল। সে ভাবলো কি করে একে খাওয়া যায়। হঠাৎই সে একটা ভেড়ার ছাল কুড়িয়ে পেলো। সেটা গায়ে দিয়ে সে ভেড়ার দলে ঢুকে গেল। মনে মনে সে ভাবলো “সন্ধ্যের পর মেষপালক এদের খোঁয়াড়ে পুরে দিয়ে চলে যাবে তারপর রাত্রে সুযোগ বুঝে আমি মোটা ভেড়াটাকে নিয়ে পালিয়ে যাব। আমার রাত্রের খাওয়াটা খুবই ভাল হবে।”

যথারীতি সন্ধ্যের পর মেষপালক সবাইকে খোয়াড়ে পুরে দিয়ে বাড়ি চলে গেল। সুযোগের অপেক্ষায় নেকড়ে এককোনায় চুপচাপ বসে রইলো। কিন্তু হঠাৎই একটা অঘটন ঘটে গেল। ভেড়ার মালিকের রাত্রে খুব মাংস খাওয়ার ইচ্ছা হল। সে তার চাকরকে বললো। “খোয়াড় থেকে একটা মোটা ভেড়া নিয়ে এসো। ওটাকে কেটে রান্না কর। আজ আমাদের ভোজ হবে।” চাকর খোঁয়াড়ে ঢুকে ভেড়ার ছালে ঢাকা মোটা নেকড়েকে দেখতে পেলো। সে ভাবলো “এইটাকেই নিয়ে যাওয়া যাক।” ফলে তাকে নিয়ে গিয়ে কেটে সুস্বাদু মাংস রান্না করলো।

সেদিন রাত্রে মালিকের বাড়িতে নেকড়ের মাংসের বিরাট ভোজ হল। সবাই আনন্দ করে খেলো। ছদ্মবেশী লোভী নেকড়েটা নিজের দুর্বুদ্ধিতে বেঘোরে মারা গেল।

An Evil Design Has An Evil End.

দুষ্ট চিন্তায় দুষ্ট ফল