রাজা সলোমন বুদ্ধি ও জ্ঞানের জন্য খুব বিখ্যাত ছিলেন। একদিন শেবার রাণী ঠিক করলেন মহারাজের বুদ্ধির পরীক্ষা করতে হবে। রাণী দুটি মালা তৈরি করলেন। একটা সত্যিকারের ফুল দিয়ে, অন্যটা কাগজের ফুল দিয়ে। দুটো মালাই খুব সুন্দর ও হুবহু একই রকম দেখতে হল। দুই হাতে দুটো ফুলের মালা নিয়ে রাণী রাজার সামনে গিয়ে বললেন “হে সর্বজ্ঞানী মহারাজ, এই মালাদুটো ভাল করে দেখুন এবং ওখানে বসেই বলুন তো কোনটা আসল ফুল দিয়ে গাঁথা হয়েছে।”
মহারাজ অনেকক্ষণ মালা দুটির দিকে তীক্ষ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। কিন্তু বুঝতে পারলেন না কোনটা আসল ও কোনটা নকল। তিনি ধাঁধায় পড়ে গেলেন। রাণী হেসে বললেন “একি মহারাজ আপনার মতন বিচক্ষণ ব্যক্তির এত সময় লাগছে।” তখন দৃষ্টির বিচার ছেড়ে তিনি বুদ্ধি খাটালেন। হঠাৎ রাজার মাথায় একটা মতলব এলো। দ্বাররক্ষীকে ডেকে তিনি বাগানের দিকের জানালাটা খুলে দিতে বললেন। জানালা খোলার সাথে সাথেই এক ঝাঁক মৌমাছি ফুলের গন্ধে ঘরের মধ্যে উড়ে এলো। মৌমাছির দল রাণীর ডান হাতে ধরা মালার চারদিকে গুনগুন করে ঘুরতে লাগলো।
রাজা হেসে জবাব দিলেন “মহারাণী আমার বাগানের মৌমাছিরা আমায় বলছে, আপনার ডান হাতের মালাটা আসল ফুলের তৈরি। কি বলুন?
রাণী মাথা নীচু করে সসম্মানে রাজাকে অভিবাদন করে বললেন “আপনি ঠিক বলেছেন মহারাজ। সত্যিই আপনার উপস্থিত বুদ্ধি ও জ্ঞানের কোন তুলনা নেই।”