আল্লাহর পরিচয়

  পাঠ ১

প্রশ্নঃ

০১। মহান আল্লাহ তায়ালা কী কী সৃষ্টি করেছেন?
০২। আল্লাহ তায়ালা কিভাবে বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুকে রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করছেন?
০৩। পৃথিবী ও মহাকাশের সবকিছু কার নির্দেশে চলে?
০৪। আল্লাহ তায়ালা আমাদের কিভাবে লালন-পালন করেছেন?
০৫। পাঁচটি বাক্যে আল্লাহ তায়ালার পরিচয় দাও।
০৬। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কী কী করব?
০৭। আসমাউল হুসনা কাকে বলে?
০৮। আল্লাহ তায়ালার পাঁচটি গুণবাচক নাম অর্থসহ বল।
০৯। আল্লাহ তায়ালা আমাদের কেন সৃষ্টি করেছেন?
১০। ইসলাম বলতে কী বুঝ?