ইমান

  পাঠ ২

ইমান

ইসলামের মূল ভিত্তি হচ্ছে ইমান। ইমান অর্থ বিশ্বাস।
ইসলামের মূল বিষয়গুলো অর্থাৎ এক আল্লাহ ও তার নবি-রাসুলগণ এবং তাঁর আসমানি কিতাব সমুহের প্রতি মনেপ্রাণে বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে।
যার ইমান আছে তাকে মুমিন বলে।
তাওহিদ, ইমান ও ইসলামের মূল ভিত্তি হলো কালেমা তায়্যিবা।
কালেমা তায়্যিবা অর্থ হলো পবিত্র বাক্য। এ কালেমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারে না।

কালেমা তায়্যিবা


لَا اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله

উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

অর্থঃ আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। হযরত মূহাম্মদ (স) আল্লাহর রাসুল।

অন্যদিকে কালেমা শাহাদাত হলো- সাক্ষ্য দানের বাক্য। অর্থাৎ এ কালেমা দ্বারা ইমানের সাক্ষ্য দেওয়া হয়। আল্লাহ ও তাঁর রাসুলকে বিশ্বাস করে, কলেমা শাহাদাত পাঠ করে আল্লাহর উপর ইমান আনতে হয়।

কালেমা শাহাদত


اَشْهَدُ اَنْ لَّا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَاشَرِيْكَ لَهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًاا عَبْدُهُ وَرَسُوْلُه

উচ্চারণঃ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সঃ) আল্লাহর বান্দা ও রাসুল।

সুতরাং আমরা শুদ্ধভাবে কালিমা পড়ব এবং কালিমার মর্মার্থ অনুসারে আমল করব।