ইমান

  পাঠ ২

প্রশ্নঃ

০১। ইমান শব্দের অর্থ কী?
০২। ইমান কাকে বলে?
০৩। কাদের মুমিন বলা হয়?
০৪। তাওহিদ, ইমান ও ইসলামের মূল ভিত্তি কী?
০৫। কালেমা তায়্যিবার শাব্দিক অর্থ কী?
০৬। কালেমা শাহাদাতের শাব্দিক অর্থ কী?
০৭। আমরা কোন কালিমার মাধ্যমে ইমানের সাক্ষ্য প্রদান করি?
০৮। কিভাবে আল্লাহর উপর ইমান আনতে হয়?
০৯। কালেমা তায়্যিবা অর্থসহ শুদ্ধভাবে বল।
১০। কালেমা শাহাদাত অর্থসহ শুদ্ধভাবে বল।