- Home
- ইসলাম ও নৈতিক শিক্ষা
আল্লাহর পরিচয়
পাঠ ১
আল্লাহর পরিচয়
মহান আল্লাহ এক ও অদ্বিতীয়। তাঁর সাথে কারও তুলনা হয় না। তাঁর কোনো শরিক নেই। তিনিই আমাদের মাবুদ। তিনি অনাদি ও অনন্ত।
আমরা মানুষ নিজে নিজে সৃষ্টি হইনি। আমরা মহান আল্লাহ তায়ালারই সৃষ্টি। মহান আল্লাহ তায়ালা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। আমাদের জন্য যা যা প্রয়োজন সেগুলোও তিনিই সৃষ্টি করেছেন। তিনিই আলো-বাতাস, পানি ও মাটি তৈরি করে তাঁর সকল সৃষ্টিকে বাঁচিয়ে রাখেন, লালন-পালন করেন।
মহান আল্লাহ তায়ালা নিখুতভাবে এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুকে রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করছেন। তিনি সর্বশক্তিমান। পৃথিবী ও মহাকাশের সবকিছুই তাঁর নির্দেশে চলে।
আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আমাদের সুখ-দুঃখের মালিক আল্লাহ। আমাদের জীবন-মৃত্যুর মালিকও আল্লাহ।
আল্লাহ শাস্তি দিতে চাইলে কেউ তাকে রক্ষা করতে পারে না। আবার আল্লাহ তায়ালা রক্ষা করলে তাকে কেউ মারতে পারে না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ভাল কাজ করব। তাঁর কাছেই সাহায্য চাইব এবং কেবল তাঁর উপরই ভরসা করব। তাঁর সকল হুকুম মেনে চলব ও তাঁর ইবাদত করব।
মহান আল্লাহ তায়ালার অনেক সুন্দর গুণবাচক নাম আছে। এই গুণবাচক নামসমূহের মাধ্যমে আল্লাহর পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠে। এই নামসমূহকে আসমাউল হুসনা বলা হয়।
নিম্নে আল্লাহ তায়ালার কিছু গুণবাচক নাম সমূহ অর্থসহ দেওয়া হলো।
| ক্রমিক নং | আল্লাহ তায়ালার গুণবাচক নাম | গুণবাচক নামের অর্থ |
|---|---|---|
| ১ | আর রাহমান | পরম দয়ালু |
| ২ | আর রাহীম | পরম করুণাময় |
| ৩ | আল খালিক | সৃষ্টিকর্তা |
| ৪ | আর রাজ্জাক | রিজিকদাতা |
| ৫ | আল-মালিক | সর্বাধিকারী |
| ৬ | আল কাদীর | সর্বশক্তিমান |
| ৭ | আস-সালাম | শান্তিদাতা |
| ৮ | আল গাফুর | ক্ষমাশীল |
আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য। আমরা একমাত্র আল্লাহরই আনুগত্য করব। আল্লাহতায়ালার প্রতি এই আনুগত্যের নামই হচ্ছে ইসলাম।


