ইবাদত

 পাঠ ৪

প্রশ্নঃ

১। ইবাদত শব্দের অর্থ কী?
২। ইবাদত কাকে বলে?
৩। আল্লাহ তায়ালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন?
৪। কোন কোন কাজ ইবাদত হিসেবে গণ্য হবে?
৫। ইসলামের ভিত্তি কয়টি ও কী কী?
৬। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি?
৭। দিনে-রাতে মোট কত বার সালাত আদায় করতে হয়? ওয়াক্তগুলোর নাম উল্লেখ কর।
৮। কত বছর বয়স থেকে মুসলমানদের ওপর সালাত ফরজ?
৯। কী কী ভালো কাজ করাও ইবাদত?
১০। আমরা কীভাবে ইবাদত পালন করব?
১১। আমাদের কেন সর্বক্ষণ চেষ্টা অব্যাহত রাখতে হবে?