কুরআন মজিদ শিক্ষা

  পাঠ ৫

প্রশ্নঃ

০১। কুরআন মজিদ কাদের পবিত্র ধর্মগ্রন্থ?
০২। কুরআন মজিদের ভাষা কী?
০৩। কুরআন মজিদ কার কালাম?
০৪। আমরা কেন কুরআন মজিদ শুদ্ধ করে শিখব?
০৫। আরবি হরফ কয়টি? আরবি হরফগুলো লিখ।
০৬। আরবি ভাষা কোন দিক থেকে পড়তে ও লিখতে হয়?
০৭। হরকত কাকে বলে? হরকত কয়টি ও কী কী?
০৮। হরকতের চিহ্নগুলো হরফের কোথায় থাকে?
০৯। তানবীন কাকে বলে?
১০। তানবীনের চিহ্নগুলো হরফের কোথায় কোথায় থাকে?
১১। জযম কাকে বলে?
১২। জযমের আরেক নাম কী?
১৩। জযমের চিহ্ন কয়টি ও কী কী?
১৪। জযম কীভাবে উচ্চারণ করতে হয়?