দৈনন্দিন জীবনে ইসলাম
পাঠ ৬
প্রশ্নঃ
০১। ইসলামে আমাদের জীবনের ও আখেরাতের জন্য কী কী রয়েছে?
০২। পবিত্র কুরআনের সুরা আল-ইমরানে আল্লাহ তায়ালা ইসলাম সম্পর্কে কী বলেছেন?
০৩। দৈনন্দিন জীবনে সবসময় সকলের কী কী করা উচিত?
০৪। হযরত আদম (আ) কে সৃষ্টি করার পর আল্লাহ তায়ালা’ তাঁকে কী নির্দেশ দেন?
০৫। সালামের অর্থ কী?
০৬। একজন মুসলমানের সঙ্গে অপর মুসলমানের দেখা হলে কখন সালাম দিতে হবে?
০৭। আমরা কীভাবে সালাম এবং সালামের জবাব দিব? অর্থসহ উল্লেখ কর।
০৮। দেখাসাক্ষাত ছাড়া আর কী কী ক্ষেত্রে সালাম দিতে হবে?
৯। আগে সালাম দিলে কী হয়?
১০। সালামের উচ্চারণ ভুল হলে কী হয়?
১১। আল্লাহু আকবার এর অর্থ কী? আল্লাহু আকবার বললে কী ঘটে? কোন কোন ক্ষেত্রে আল্লাহু আকবার বলতে হয়?
১২। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কী? কখন ও কেন আলহামদুলিল্লাহ বলতে হয়?
১৩। আলহামদুলিল্লাহ বললে কী হয়? আর না বললে কী হয়?
১৪। সুবহানাল্লাহ শব্দের অর্থ কী? কখন সুবহানাল্লাহ বলতে হয়?
১৫। সুবহানাল্লাহ ১০০ বার বললে কী হয়?
১৬। কোন জিকিরের শব্দ মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত পছন্দনীয়?
১৭। আলহামদুলিল্লাহ এর মতো আর কী শব্দ ব্যবহার করা হয়? তার অর্থ বল।
১৮। কখন মাশাআল্লাহ বলতে হয়?
১৯। ইনশাআল্লাহ শব্দের অর্থ কী? কখন ও কেন ইনশাআল্লাহ বলতে হয়?
২০। কোন কোন ক্ষেত্রে ‘ইনশাআল্লাহ’ বলা সম্পূর্ণ হারাম?
২১। নাউযুবিল্লাহ শব্দের অর্থ কী? কখন ও কেন নাউযুবিল্লাহ বলতে হয়?
২২। আমরা কখন আল্লাহ তায়ালার কাছে আশ্রয় প্রার্থনা করব?
২৩। অনাকাঙ্খিত কোনো অন্যায় বা গুনাহ হয়ে গেলে কী বলতে হয়? তার অর্থ বল।
২৪। মহানবি হযরত মুহাম্মদ (স) প্রতিদিন কতবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন ও তাওবা করেছেন?
২৫। জাযাকাল্লাহ খাইর শব্দের অর্থ কী? কখন জাযাকাল্লাহ খাইর বলতে হয়?
২৬। মহানবি হযরত মুহাম্মদ (স) জাযাকাল্লাহ খাইর বলার ক্ষেত্রে কী বলেছেন?
২৭। ঘুম থেকে উঠার সময় কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল।
২৮। ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল।
২৯। খাওয়া শুরু করার সময় কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল। এই দোয়া না পরলে কী ঘটে?
৩০। খাওয়া শেষ করার সময় কোন দোয়া পড়তে হয়? তার তার অর্থ বল।
৩১। খাওয়া শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে খাওয়ার মাঝে স্মরণ আসার পর কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল। এই দোয়া পড়লে কী ঘটে?
৩২। রাসুল (স) খাওয়া শুরুর দোয়ার বিষয়ে কী বলেছেন?
৩৩। টয়লেটে যাওয়ার আগে কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল। এই দোয়া না পড়লে কী ঘটে?
৩৪। টয়লেটে থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল।
৩৫। হাই আসলে কী করতে হবে?




