নবি-রাসুল

  পাঠ ৩

প্রশ্নঃ

১। কাদেরকে নবি-রাসুল বলা হয়?
২। নবি-রাসুলগণের কী কী গুণ থাকে?
৩। নবি-রাসুলগণ মানুষের জন্য কী কী করতেন?
৪। নবি ও রাসুলের মধ্যে পার্থক্য কী?
৫। পৃথিবীতে নবি-রাসুলগণের সংখ্যা কত ছিল?
৬। পৃথিবীতে রাসুলগণের সংখ্যা কত ছিল?
৭। আমাদের প্রথম নবির নাম কী?
৮। আল্লাহ তায়ালা প্রথম মানুষ ও নবিকে কীভাবে সৃষ্টি করেছিলেন?
৯। সহিফা বলতে কী বুঝ?
১০। আল্লাহ তায়ালা প্রথম নবির কাছে কয়টি সহিফা পাঠিয়েছিলেন?
১১। কোন নবির সময় সবচেয়ে বড় বন্যা হয়েছিল?
১২। কোন নবিকে আগুনে ফেলে দেয়া হয়েছিল?
১৩। কোন নবিকে যবিউল্লাহ বলা হয়?
১৪। হযরত মুহাম্মদ (স)-এর পূর্বে কোন নবি সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন?
১৫। কোন রাসুল সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন?
১৬। কোন নবি জিন-ইনসান, পশু-পাখি, কীট-পতঙ্গের বাদশাহ ছিলেন?
১৭। কোন নবি জন্মের পরেই কথা বলেছেন?
১৮। পৃথিবীর শেষ ও সর্বশ্রেষ্ঠ নবি কে?
১৯। খাতামুন্নাবিয়্যীন মানে কী?
২০। কোন নবিকে খাতামুন্নাবিয়্যীন বলা হয়? কেন বলা হয়?
২১। কার দেখানো পথে আমাদের জীবন পরিচালনা করব?
২২। হযরত মুহাম্মদ (স) কবে ও কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
২৩। হযরত মুহাম্মদ (স) এর পিতা, মাতা ও দাদার নাম কী?
২৪। হযরত মুহাম্মদ (স) এর পিতা কখন মৃত্যুবরণ করেন?
২৫। জন্মের পর হযরত মুহাম্মদ (স) এর কী কী নাম রাখা হয়েছিল?
২৬। হযরত মুহাম্মদ (স) এর চারিত্রিক কী কী ভাল গুণ ছিল?
২৭। হযরত মুহাম্মদ (স) কখন নবুয়ত লাভ করেন?
২৮। হযরত মুহাম্মদ (স) কোথায় আল্লাহ তায়ালার ধ্যানে মগ্ন থাকতেন?
২৯। হযরত মুহাম্মদ (স) নবুয়ত লাভ করার সময় আল্লাহ তায়ালা কোন ফেরেশতার মাধ্যমে কুরআন মজিদের আয়াত নাজিল করেন?
৩০। নবুয়ত লাভ করার সময় হযরত মুহাম্মদ (স) কে সর্বপ্রথম কোন শব্দটি পড়তে বলা হয়েছিল?
৩১। হযরত মুহাম্মদ (স) নবুয়ত লাভ করার সময় আল্লাহ তায়ালা কুরআন মজিদের কোন সূরার কয়টি আয়াত নাজিল করেন?
৩২। হযরত মুহাম্মদ (স) কবে ও কোথায় ইন্তেকাল করেন?
৩৩। হযরত মুহাম্মদ (স) কে কোথায় কবর দেওয়া হয়?
৩৪। কত বছর ধরে এবং কীভাবে কুরআন মজিদ নাজিল হয়েছিল?
৩৫। কোথায় কোথায় কুরআন মজিদের বাণী অবতীর্ণ হয়েছিল?
৩৬। কেন হযরত মুহাম্মদ (স) এর ইন্তেকালের পূর্বে কুরআন সম্পূর্ণ গ্রন্থরূপে সংকলিত হয়নি?
৩৭। কুরআনের অবতীর্ণ অংশসমূহ কীভাবে লিপিবদ্ধ করা হতো?
৩৮। কখন এবং কীভাবে রাসুলুল্লাহ (স) কুরআনের সমুদয় আয়াতের বিন্যাসক্রম ঠিক করে দিয়েছিলেন?