ইবাদত

 পাঠ ৪

প্রশ্নঃ

১। ইবাদত শব্দের অর্থ কী?
২। ইবাদত কাকে বলে?
৩। কী কী কাজ সম্পন্ন করা ইবাদতের অংশ?
৪। আল্লাহ তায়ালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন?
৫। আল্লাহ তায়ালা কুরআন মাজিদের সূরা আয-যারিয়াতের আয়াত-৫৬ এ কী বলেছেন?
৬। ইবাদত করলে কী হয়?
৭। রুকন মানে কী?
৮। ইসলাম কয়টি রুকুনের ওপর প্রতিষ্ঠিত? সেগুলো কী কী?
৯। জান্নাত লাভ করতে হলে কী করতে হবে?
১০। জান্নাতের চাবিকাঠি কী?
১১। দিনে-রাতে মোট কত বার সালাত আদায় করতে হয়? ওয়াক্তগুলোর নাম উল্লেখ কর।
১২। ছেলে-মেয়ে সাত বছর বয়স হলে তাদের দ্বারা সালাত আদায় করানো কাদের ওপর ওয়াজিব?
১৩। কিসের মাফ নাই?
১৪। যদি কোন কাজ আল্লাহ তায়ালার হুকুম ও তাঁর রাসুল (সঃ) এর নির্দেশিত পথ অনুযায়ী হয়, সেই কাজগুলি কী হিসেবে গণ্য হয়?
১৫। খাওয়া এবং পড়া কীভাবে শুরু করলে আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে?
১৬। স্কুলে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করলে কী হয়?
১৭। অন্ধলোককে সাহায্য করলে কী ঘটে? একজন অন্ধলোক যে রাস্তা পার হতে পারছে না তাকে সাহায্য করলে কী হয়?
১৮। কীভাবে ঘুমালে তা আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে?
১৯। আমরা কীভাবে ইবাদত পালন করব?
২০। আমাদের কেন সর্বক্ষণ চেষ্টা অব্যাহত রাখতে হবে?