কুরআন মজিদ শিক্ষা
পাঠ ৫
প্রশ্নঃ
০১। কুরআন মজিদ কার উপর নাজিল হয়ছে?
০২। সম্পূর্ণ কুরআন মজিদ কত বছর ধরে অবতীর্ণ হয়?
০৩। কুরআন মজিদের প্রথম আয়াত কখন অবতীর্ণ হয় এবং কখন অবতরণ শেষ হয়?
০৪। কুরআন মজিদে মোট কতটি পারা বা অধ্যায় রয়েছে?
০৫ কুরআন মজিদে সর্বমোট কতটি সূরা এবং আয়াত আছে?
০৬। কুরআন মজিদের সবচেয়ে বড় সূরা কোনটি এবং এই সূরাতে কতটি আয়াত আছে?
০৭। কুরআন মজিদের সবচেয়ে ছোট সূরা কোনটি এবং এই সূরাতে কতটি আয়াত আছে?
০৮। কুরআন মজিদ কেন কখনও পরিবর্তন হবে না?
০৯। কুরআন মজিদ তিলওয়াতের উদ্দেশ্য কয়টি ও কী কী?
১০। আমরা কেন কুরআন মজিদ শুদ্ধ করে শিখব?
১১। হরকত কাকে বলে? হরকত কয়টি ও কী কী?
১২। হরকত ব্যবহার করার ফলে উচ্চারণ কী হবে? উদাহরণ দাও।
১৩। তানবীন কাকে বলে?
১৪। তানবীন ব্যবহার করার ফলে উচ্চারণ কী হবে? উদাহরণ দাও।
১৫। জযম কাকে বলে? জযমের আরেক নাম কী?
১৬। জযমের চিহ্ন কয়টি ও কী কী?
১৭। জযম কীভাবে উচ্চারণ করতে হয়?
১৮। তাশদীদ কাকে বলে? তাশদীদ কী রকম দেখতে?
১৯। তাশদীদযুক্ত হরফ কীভাবে উচ্চারণ করতে হয়?
২০। মাদ্দ কাকে বলে? মাদ্দ কত প্রকার ও কী কী?
২১। অভিজ্ঞ ক্বারী সাহেবের মতে ১ আলিফ মাদ্দ পড়তে কত সময় লাগবে?
২২। ১ আলিফ মাদ্দ কাকে বলে? ১ আলিফ মাদ্দের হরফ কয়টি ও কী কী? উদাহরণসহ উল্লেখ কর।
২৩। ১ আলিফ মাদ্দ এর আরও যে যে চিহ্ন আছে তা উদাহরণসহ উল্লেখ কর।
২৪। ৩ আলিফ মাদ্দ কাকে বলে? ৩ আলিফ মাদ্দের চিহ্ন উদাহরণসহ উল্লেখ কর।
২৫। ৪ আলিফ মাদ্দ কাকে বলে? ৪ আলিফ মাদ্দের চিহ্ন উদাহরণসহ উল্লেখ কর।


