দৈনন্দিন জীবনে ইসলাম

  পাঠ ৬

প্রশ্নঃ

১। জীবনের কোন কোন ক্ষেত্রে ইসলামের নীতিমালা রয়েছে?
২। পবিত্র কুরআনের সুরা আল-ইমরানে আল্লাহ তায়ালা ইসলাম সম্পর্কে কী বলেছেন?
৩। পবিত্র কুরআনের সুরা মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ তায়ালা ইসলাম সম্পর্কে কী বলেছেন?
৪। দৈনন্দিন জীবনে সবসময় সকলের কী কী করা উচিত?
৫। মহানবি হযরত মুহাম্মদ (স) দোয়া সম্পর্কে কী কী বলেছেন?
৬। ঘুম থেকে উঠার সময় কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল।
৭। ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল।
৮। মহানবি (স) ঘুমানোর সময়ের দোয়া কীভাবে পড়তেন?
৯। খাওয়া শুরু করার সময় কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল। এই দোয়া না পরলে কী ঘটে?
১০। খাওয়া শেষ করার সময় কোন দোয়া পড়তে হয়? তার তার অর্থ বল।
১১। খাওয়া শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে খাওয়ার মাঝে স্মরণ আসার পর কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল। এই দোয়া পড়লে কী ঘটে?
১২। রাসুল (স) খাওয়া শুরুর দোয়ার বিষয়ে কী বলেছেন?
১৩। মহানবি (স) কোন হাত দিয়ে খাবার খেতেন?
১৪। মহানবি (স) কেন বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন?
১৫। খাবার খাওয়ার সময় কোনো খাবার পড়ে গেলে মহানবি (স) কী করতেন? এই বিষয়ে তিনি কী বলেছেন?
১৬। টয়লেটে যাওয়ার আগে কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল। এই দোয়া না পড়লে কী ঘটে?
১৭। টয়লেটে থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল।
১৮। ঘরে প্রবেশের সময় কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল। এই দোয়া পড়লে কী ঘটে?
১৯। ঘরে থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? এই দোয়া পড়লে কী ঘটে?
২০। হাই আসলে কী করতে হবে?