Birds of Bangladesh
Introduction
B Read the following paragraph about the Kingfisher.
The tropical climate and geographical location of Bangladesh have made it a favorite place for many birds. Kingfishers are one of them that can be found in the marshlands. There are twelve varieties of kingfisher in Bangladesh. Usually, they fly over still or slow moving water such as lakes, canals, ponds and rivers. They are very brightly coloured. They have large heads, long sharp pointed bills, short legs and stubby tails. They are given this name because they are very expert in catching fish. They live on fish and other small insects. They build their nests in tree hollows beside lakes and ponds. The female kingfisher lays 5-7 eggs. These eggs hatch in 19-20 days. They barely live longer than one breeding season.
বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু এবং ভৌগলিক অবস্থান একে অনেক পাখীর জল্য প্রিয় আবাসস্থানে পরিণত করেছে | মাছরাঙ্গা তাদের মধ্যে একটি পাখী যাদেরকে জলাভূমিতে দেখা যায় | বাংলাদেশে বারটি প্রজাতির মাছরাঙ্গা আছে | সাধারণত: এরা হ্রদ, খাল, বিল ও নদীর মত স্থির বা ধীরগতির স্রোত সম্পন্ন পানির উপরে ওড়াউড়ি করে | এরা খুব উজ্জল রঙ্গের হয়ে থাকে | এদের লম্বা মাথা, লম্বা ধারালো তীক্ষ্ণ ঠোঁট, ছোট পা আর স্হুল লেজ রয়েছে | মাছ ধরার তীক্ষ্ণ পারদর্শীতার উপর ভিত্তি করেই এদের নামকরণ হয়েছে | এরা মাছ ও ছোট পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে | হ্রদ ও বিলের ধারে গাছের কোটরে এরা নিজেদের বাসা তৈরী করে | স্ত্রী মাছরাঙ্গা ৫-৭ টি করে ডিম পাড়ে | ডিম ফুটতে ১৯-২0 দিন সময় লাগে | একটি প্রজনন ঋতুর বেশী এরা খুব কমই বাঁচে |
