An unseen beauty of Bangladesh
Introduction
B. Read the passage on “Tanguar Haor”, a less visited tourist spot situated in Bangladesh.


Tanguar Haor is located in Dharma Pasha and Tahirpur upazilas of Sunamganj district in the north east area of Bangladesh. A haor is a large watery area that is filled by rivers and streams nearby. Tanguar haor is also criss-crossed by plenty of rivers running from the Indian hills. The clear water of the haor lets you see the fish and plants underneath. It is called the mother fishery of Bangladesh as it supplies almost 100 varieties of fresh water fish. The wide varieties of fish and plant attract different birds from around the world. During winter 200 types of birds migrate to the haor. This place is very much ideal for bird watchers and nature lovers. The environment of the haor is very quiet and peaceful. Only some fishing boats scattering here and there on the water give company to the tourist boats. Photographers are also attracted to its natural beauty.
টাঙ্গুয়ার হাওড় বাংলাদেশের উত্তর-পূর্ব এলাকায় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলায় অবস্থিত । হাওড় হলো একটি বিশাল পানিপূর্ন এলাকা যা পাশের নদি-নালার পানি দিয়ে ভর্তি থাকে । ভারত থেকে আসা অনেক নদী টাঙ্গুয়ার হাওড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে । পানি অত্যন্ত পরিষ্কার হওয়ার কারনে হাওড়ের নীচের মাছ এবং জলজ উদ্ভিদগুলো দেখা যায়। একে বাংলাদেশের মাছ ধরার মাতৃভূমি বলা হয় কারন এটি প্রায় একশ প্রকারের মিঠা পানির মাছ সরবরাহ করে । মাছ এবং জলজ উদ্ভিদের এই বিশাল সংখ্যক প্রজাতি সারা পৃথিবীর বিভিন্ন পাখীদের আকর্ষন করে । শীতকালে প্রায় দুইশত পাখী এই হাওড়ে আসে । পাখী দর্শনার্থী আর প্রকৃতি প্রেমিকদের জন্য এটি একটি আদর্শ জায়গা । হাওড়ের পরিবেশ অত্যন্ত শান্ত আর চুপচাপ । ভ্রমণকারী নৌকাগুলো শুধুমাত্র কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা মাছ ধরা নৌকার দেখা পায় । ফটোগ্রাফাররাও এর সম্মোহনী প্রাকৃতিক দৃশ্যের প্রতি আকৃষ্ট হয়।