Health is wealth
Introduction
A. Read the following passage and try to find out some common health problems discussed below.

School going kids frequently face some common minor health problems. The reason is that they are open to different types of germs as they are not aware of how they get infected by these germs. To begin with, they inhale dust and smoke on their way to school that often lead to cough, skin allergy and rashes. Then they have stomach ache because they have very little knowledge about hygiene. Sometimes they take lunch at school without washing their hands properly which causes indigestion. This may even lead to diarrhea. They are more prone to these and some other ailments during winter and the rainy season. As their immune system is not as strong as the adult, they easily catch cold in these seasons. They might have a sore throat, a running or blocked nose, fever, headache etc. in these seasons. Mouth ulcer is another common ailment during winter. Toothache is another common problem that many kids have only because they do not brush their teeth properly and regularly. Besides, kids may also have small cuts and bruises while playing at school. By growing some personal hygiene habits and being a little more careful can save the school going kids from these common minor health problems.
Translation of the above passage in Bangla:
স্কুলগামী শিশুরা প্রায়ই ছোটখাট স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। জীবাণুর বিষয়ে না জানার কারণে তারা অনেক সময় বিভিন্ন ধরণের জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং এসব সমস্যার মুখোমুখি হয়। প্রথমত স্কুলে যাওয়ার পথে তাদের শ্বাস-প্রশ্বাসের সাথে প্রচুর ধুলা-বালি প্রবেশ করে যা থেকে প্রায়ই কাশি, চামড়ার এ্যালার্জি এবং চুলকানি হয়ে থাকে। এরপর বলা যায় পেট ব্যাথার কথা যা শিশুদের স্বাস্হ্য বিধির জ্ঞান কম থাকার কারনে হয়ে থাকে। কখনও কখনও তারা স্কুলে হাত ঠিকমতো না ধুয়ে দুপুরের খাবার খায় যা বদহজমের কারন হয়ে দাঁড়ায়। এ থেকে ডায়রিয়াও হতে পারে। শিশুরা শীতকাল ও বর্ষাকালে এসব রোগ এবং আরও অন্যান্য রোগের জীবানু দ্বারা বেশি আক্রান্ত হয়। এদের রোগ প্রতিরোধ তন্ত্র বড়দের মত অত শক্তিশালী নয়, তাই তাদের এসব ঋতুতে ঠান্ডা লেগে যায়। এসব ঋতুতে তাদের গলা ব্যাথা, নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া, জ্বর, মাথাব্যাথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। শীতের আর একটি সাধারন সমস্যা হলো মুখে ঘা। এছাড়া দাঁত ব্যাথা শিশুদের আর একটি সাধারন সমস্যা যা শুধুমাত্র ঠিকমতো এবং নিয়মিত দাঁত না মাজার কারনে হয়ে থাকে। তাছাড়া, স্কুলে খেলতে গিয়ে বাচ্চাদের কোথাও কেটে যেতে বা তারা ব্যাথা পেতে পারে। নিজস্ব কিছু স্বাস্থ্যবিধি গড়ে তুললে আর একটুখানি সচেতন হলেই বাচ্চাদের এসব সাধারন ছোটখাট রোগ বালাইয়ের হাত থেকে বাঁচানো যায়।
The health problems discussed in the above passage are cough, skin allergy, stomach ache, cold, sore throat, fever, headache, mouth ulcer, etc.