- সূচিপত্র
- ১. বাংলাদেশ
- ২. দিন-সপ্তাহ ও বর্ষপঞ্জী
- ৩. বাংলাদেশের নদী
- ৪. আমাদের মুক্তিযুদ্ধ
- ৫. সূর্য, চন্দ্র, তারকারাজি ও গ্রহ সমূহ
- ৬. মহাদেশ ও মহাসাগর
- ৭. উদ্ভাবন এবং উদ্ভাবক
- ৮. কয়েকটি দেশ এবং তাদের রাজধানী ও মুদ্রার নাম
- ৯. কিছু দেশের জনপ্রিয়তার কারণ
- ১০. বিশ্বের কিছু বিখ্যাত অবকাঠামো
- ১১. মানব দেহ
- ১২. ফুল ও ফল
- ১৩. আমাদের চারপাশের প্রাণী সমূহ
- ১৪. ANIMALS AND THEIR BABIES (প্রাণীসমূহ এবং তাদের শাবক)
- ১৫. HOME OF ANIMALS (প্রাণীদের বাসস্থান)
- ১৬. পাখি
- ১৭. খেলাধুলা
- Home
- সাধারণ জ্ঞান
ফুল ও ফল
পাঠ ১২
ফুল ও ফল
১. প্রশ্নঃ কোন ফুলকে ফুলের রানী বলা হয়?
উত্তরঃ গোলাপকে ফুলের রানী বলা হয়।
২. প্রশ্নঃ কোন ফুল সর্বদা সূর্যের মুখোমুখি হয়?
উত্তরঃ সূর্যমুখী।
৩. প্রশ্নঃ মিষ্টি গন্ধযুক্ত দুটি ফুলের নাম লিখ।
উঃ গোলাপ এবং রজনীগন্ধা।
৪. প্রশ্নঃ গন্ধ নেই এমন দুটি ফুলের নাম লিখ।
উত্তরঃ ডালিয়া এবং জবা।
৫. প্রশ্নঃ পানিতে ফোটে এমন দুটি ফুলের নাম লিখ।
উত্তরঃ শাপলা এবং পদ্ম।




৬. প্রশ্নঃ কোন ফল কে ফলের রাজা বলা হয়?
উত্তরঃ আমকে ফলের রাজা বলা হয়।
৭. প্রশ্নঃ দুটি মিষ্টির ফলের নাম লিখ।
উত্তরঃ আম এবং কলা।
৮. প্রশ্নঃ দুটি টক ফলের নাম লিখ।
উত্তরঃ তেঁতুল ও কামরাঙা।
৯. প্রশ্নঃ একটি বীজযুক্ত দুটি ফলের নাম লিখ।
উত্তরঃ আম এবং লিচু।
১০. প্রশ্নঃ দুটি বীজযুক্ত দুটি ফলের নাম লিখ।
উত্তরঃ তরমুজ ও পেঁপে।




