খেলাধুলা

  পাঠ ১৭

খেলাধুলা

১. প্রশ্নঃ তিনটি ইনডোর গেমের নাম লিখ।

উত্তরঃ দাবা, লুডু এবং ক্যারাম বোর্ড।

২. প্রশ্নঃ তিনটি আউটডোর গেমের নাম লিখ।

উত্তরঃ ফুটবল, ক্রিকেট এবং হকী।

৩. প্রশ্নঃ একটি ফুটবল দলে কয়জন খেলোয়াড় থাকে?

উত্তরঃ প্রতিটি দলে ১১ জন খেলোয়াড় থাকে।

৪. প্রশ্নঃ ক্রিকেট দলে কতজন খেলোয়াড় থাকে?

উত্তরঃ প্রতিটি দলে ১১ জন খেলোয়াড় থাকে।

৫. প্রশ্নঃ কোন দেশে ক্রিকেটের সূচনা হয়েছিল?

উত্তরঃ ইংল্যান্ডে ক্রিকেটের সূচনা হয়েছিল।

৬. প্রশ্নঃ কোন দেশে বাস্কেট-বলের সূচনা হয়েছিল?

উত্তরঃ আমেরিকাতে বাস্কেট-বলের সূচনা হয়েছিল।

৭. প্রশ্নঃ ভলিবলের সূচনা হয়েছিল কোন দেশে?

উত্তরঃ আমেরিকাতে ভলিবলের সূচনা হয়েছিল।

৮. প্রশ্নঃ কোন দেশে দাবা খেলার সূচনা হয়েছিল?

উত্তরঃ ভারতে দাবা খেলার সূচনা হয়েছিল।