আমাদের চারপাশের প্রাণী সমূহ

  পাঠ ১৩

আমাদের চারপাশের প্রাণী সমূহ

১. প্রশ্ন: বিশ্বের বৃহত্তম প্রাণী কোনটি?

উত্তরঃ নীল তিমি বিশ্বের বৃহত্তম প্রাণী।

২. প্রশ্নঃ কোন প্রাণী একটি চোখ খোলা রেখে ঘুমাতে পারে?

উত্তরঃ ডলফিন একটি চোখ খোলা রেখে ঘুমাতে পারে।

৩. প্রশ্নঃ কোন প্রাণীর পা নেই এবং চোখের পাতা নেই?

উত্তরঃ সাপের পা নেই এবং চোখের পাতাও নেই।

৪. প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম স্থল প্রাণী কোনটি?

উত্তরঃ হাতি পৃথিবীর বৃহত্তম স্থল প্রানী।

৫. প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম প্রাণী কোনটি?

উত্তরঃ জিরাফ পৃথিবীর দীর্ঘতম প্রাণী।

৬. প্রশ্নঃ কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

উত্তরঃ উটকে মরুভূমির জাহাজ বলা হয়।

৭. প্রশ্নঃ কোন প্রাণীর বাচ্চা বহনের জন্য একটি থলি আছে?

উত্তরঃ ক্যাঙ্গারুর বাচ্চা বহনের জন্য একটি থলি রয়েছে।

৮. প্রশ্ন: বিশ্বের বৃহত্তম পাখি কোনটি?

উত্তরঃ উট পাখি বিশ্বের বৃহত্তম পাখি।

৯. প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম পাখি কোনটি?

উত্তরঃ হামিংবার্ড বিশ্বের ক্ষুদ্রতম পাখি।

১০. প্রশ্নঃ উড়তে পারে না এমন দুটি পাখির নাম লিখ।

উত্তরঃ উট পাখি এবং পেঙ্গুইন।

১১. প্রশ্নঃ উড়তে পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লিখ।

উত্তরঃ বাদুর একমাত্র স্তন্যপায়ী প্রানী যা উড়তে পারে।

১২. প্রশ্নঃ একটি কাঁকড়ার কয়টি পা আছে?

উত্তরঃ একটি কাঁকড়ার দশটি পা আছে।

১৩. প্রশ্নঃ মাকড়সার কয়টি পা রয়েছে?

উত্তরঃ একটি মাকড়সার আটটি পা রয়েছে।

১৪. প্রশ্নঃ একটি অক্টোপাসের কয়টি পা রয়েছে?

উত্তরঃ একটি অক্টোপাসের আটটি পা রয়েছে।