দিন-সপ্তাহ ও বর্ষপঞ্জী

  পাঠ ২

দিন-সপ্তাহ ও বর্ষপঞ্জী

১. প্রশ্নঃ কতদিনে এক সপ্তাহ হয়?

উত্তরঃ সাত দিনে এক সপ্তাহ হয়।

২. প্রশ্নঃ সাত দিনের নামগুলি লিখ।

উত্তরঃ রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার।

Q: Name the seven days of the week.

Ans: Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday and Saturday.

৩. প্রশ্নঃ ছুটির দিন কোনটি?

উত্তরঃ শুক্রবার হচ্ছে ছুটির দিন।

৪. প্রশ্নঃ এক বছরে কতগুলো মাস থাকে?

উত্তরঃ এক বছরে মাস থাকে।

৫. বাংলা বছরের বারো মাসের নাম।

উত্তরঃ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবন, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র।

Q: Name of the twelve months of the year.

Ans: January, February, March, April, May, June, July, August, September, October, November and December.

৬. প্রশ্নঃ বাংলাদেশে কতটি ঋতু রয়েছে?

উত্তরঃ বাংলাদেশে ছয়টি ঋতু রয়েছে।

৭. প্রশ্নঃ বাংলাদেশের ছয়টি ঋতুর নাম কী?

উত্তরঃ i) গ্রীষ্ম ii) বর্ষা iii) শরৎ iv) হেমন্ত v) শীত vi) বসন্ত

Q: Name the six seasons of Bangladesh.

Ans: i) Summer ii) Rainy Season iii) Autumn
iv) Late Autumn v) Winter vi) Spring