দিন-সপ্তাহ ও বর্ষপঞ্জী
পাঠ ২
১. প্রশ্নঃ শুক্রবারের পরে কোন দিন আসে?
উত্তরঃ শুক্রবারের পরে শনিবার দিন আসে।
২. প্রশ্নঃ সোমবারের আগে কোন দিন আসে?
উত্তরঃ সোমবারের আগে রবিবার দিন আসে।
৩. প্রশ্নঃ আজ কোন দিন?
উত্তরঃ আজ _________________।
৪. প্রশ্নঃ গতকাল কোন দিন ছিল?
উত্তরঃ গতকাল ছিল ______________________।
৫. প্রশ্নঃ আগামীকাল কোন দিন হবে?
উত্তরঃ আগামীকাল __________________ হবে।
৬. প্রশ্নঃ শ্রাবনের পরে কোন মাস আসে?
উত্তরঃ শ্রাবনের পরে __________________ মাস আসে।
৭. প্রশ্নঃ আষাঢ় মাসের আগে কোন মাস আসে?
উত্তরঃ আষাঢ় মাসের আগে __________________ মাস আসে।
৮. প্রশ্নঃ বছরের প্রথম মাস কোনটি?
উত্তরঃ __________________ বছরের প্রথম মাস।
৯. প্রশ্নঃ বাংলা বছরের শেষ মাস কোনটি?
উত্তরঃ __________________ বছরের শেষ মাস।




