কিছু দেশের জনপ্রিয়তার কারণ

  পাঠ ৯

কিছু দেশের জনপ্রিয়তার কারণ

১. প্রশ্নঃ কোন দেশকে সোনালী আঁশের দেশ বলা হয়?

উত্তরঃ বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হয়।

২. প্রশ্নঃ কোন দেশকে সূর্য উদয়ের দেশ বলা হয়?

উত্তরঃ জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়।

৩. প্রশ্নঃ কোন দেশকে নিশীথ/মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়?

উত্তরঃ নরওয়েকে নিশীথ/মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়।

৪. প্রশ্নঃ কোন দেশকে ম্যাপেল লিফের দেশ বলা হয়?

উত্তরঃ কানাডাকে ম্যাপল লিফের দেশ বলা হয়।

৫. প্রশ্নঃ কোন দেশকে গ্রেট ওয়াল অব ল্যান্ড বলা হয়?

উত্তরঃ চীনকে গ্রেট ওয়াল অব ল্যান্ড বলা হয়।

৬. প্রশ্নঃ কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়?

উত্তরঃ মিশরকে পিরামিডের দেশ বলা হয়।

৭. প্রশ্নঃ কোন দেশকে নীল নদের দেশ বলা হয়?

উত্তরঃ মিশরকে নীল নদের দেশ বলা হয়।

৮ প্রশ্নঃ কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়?

উত্তরঃ অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়।

৯. প্রশ্নঃ কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয়?

উত্তরঃ থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়।


১০. প্রশ্নঃ কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয় বলা হয়?

উত্তরঃ জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়।

১১. প্রশ্নঃ কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?

উত্তরঃ ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়।

১২. প্রশ্নঃ কোন দেশকে মুক্তার দ্বীপ বলা হয়?

উত্তরঃ বাহরাইনকে মুক্তার দ্বীপ বলা হয়।