- সূচিপত্র
- ১. বাংলাদেশ
- ২. দিন-সপ্তাহ ও বর্ষপঞ্জী
- ৩. বাংলাদেশের নদী
- ৪. আমাদের মুক্তিযুদ্ধ
- ৫. সূর্য, চন্দ্র, তারকারাজি ও গ্রহ সমূহ
- ৬. মহাদেশ ও মহাসাগর
- ৭. উদ্ভাবন এবং উদ্ভাবক
- ৮. কয়েকটি দেশ এবং তাদের রাজধানী ও মুদ্রার নাম
- ৯. কিছু দেশের জনপ্রিয়তার কারণ
- ১০. বিশ্বের কিছু বিখ্যাত অবকাঠামো
- ১১. মানব দেহ
- ১২. ফুল ও ফল
- ১৩. আমাদের চারপাশের প্রাণী সমূহ
- ১৪. ANIMALS AND THEIR BABIES (প্রাণীসমূহ এবং তাদের শাবক)
- ১৫. HOME OF ANIMALS (প্রাণীদের বাসস্থান)
- ১৬. পাখি
- ১৭. খেলাধুলা
- Home
- সাধারণ জ্ঞান
আমাদের মুক্তিযুদ্ধ
পাঠ ৪
আমাদের মুক্তিযুদ্ধ
১. প্রশ্নঃ বাংলাদেশের ভাষা কী?
উত্তরঃ বাংলাদেশের ভাষা বাংলা।
২. প্রশ্নঃ আমাদের মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের নেতা।
৩. প্রশ্নঃ বাংলাদেশে কখন স্বাধীনতার ঘোষণা দেয়?
উত্তরঃ ১৯৭১ সালের ২রা মার্চ বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেয়।
৪. প্রশ্নঃ আমরা কখন বিজয় অর্জন করেছি?
উত্তরঃ আমরা একাত্তরের ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করেছি।
৫. প্রশ্নঃ মুক্তিযুদ্ধ কত দিন স্থায়ী হয়েছিল?
উত্তরঃ মুক্তিযুদ্ধ প্রায় ৯ মাস ধরে চলেছিল।
৬. প্রশ্নঃ মুক্তিযুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছিল?
উত্তরঃ মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লক্ষ মানুষ মারা গিয়েছিল।
৭. প্রশ্ন: আমাদের স্বাধীনতা দিবস কোন দিন?
উত্তরঃ ২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস।
৮. প্রশ্নঃ আমাদের বিজয় দিবস কোন দিন?
উত্তরঃ ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস।
৯. প্রশ্নঃ আমাদের ভাষা শহিদ দিবস কোন দিন?
উত্তরঃ ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস।
