১. প্রশ্নঃ কোন পাখিকে পাখির রাজা বলা হয়?
উত্তরঃ ঈগলকে পাখির রাজা বলা হয়।
২. প্রশ্নঃ উড়তে পারে না এমন দুটি পাখির নাম লিখ ।
উত্তরঃ উট পাখি এবং পেঙ্গুইন।
৩. প্রশ্নঃ কোন পাখি হাঁটতে পারে না?
উত্তরঃ চড়ুই পাখি হাঁটতে পারে না।
৪. প্রশ্নঃ কোন পাখি মানুষের মতো হাঁটতে পারে?
উত্তরঃ পেঙ্গুইন মানুষের মতো হাঁটতে পারে।
৫. প্রশ্নঃ কোন পাখি খুব দ্রুত দৌড়াতে পারে?
উত্তরঃ উট পাখি খুব দ্রুত দৌড়াতে পারে।