মানব দেহ

  পাঠ ১১

মানব দেহ

১. প্রশ্নঃ মানবদেহে কয়টি হাড় রয়েছে?

উত্তরঃ মানবদেহে ২০৬টি হাড় রয়েছে।

২. প্রশ্নঃ মানব দেহে কয়টি ইন্দ্রিয় অঙ্গ রয়েছে?

উত্তরঃ মানবদেহে ৫ টি ইন্দ্রিয় অঙ্গ রয়েছে।

৩. প্রশ্নঃ মানব দেহের পাঁচটি ইন্দ্রিয়ের নাম বলুন?

উত্তরঃ চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক।