১. প্রশ্নঃ বাংলাদেশের ৫ টি নদীর নাম লিখ।
উত্তরঃ i) পদ্মাii) মেঘনাiii) যমুনাiv) সুরমাv) কর্ণফুলী
২. প্রশ্নঃ ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
৩. প্রশ্নঃ চট্টগ্রাম কোন নদীর তীরে চট্টগ্রাম অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।