বাংলাদেশ

  পাঠ ১

বাংলাদেশ

১. প্রশ্নঃ বাংলাদেশে কয়টি বিভাগ আছে?

উত্তরঃ বাংলাদেশে মোট ৮টি বিভাগ আছে।

২. প্রশ্নঃ বাংলাদেশের আটটি বিভাগের নাম লিখ।

উত্তরঃ
i) বরিশাল ii) চট্টগ্রাম
iii) ঢাকা iv) খুলনা
v) ময়মনসিংহ vi) রাজশাহী
vii) রংপুর এবং viii) সিলেট

৩. প্রশ্নঃ বাংলাদেশে কয়টি জেলা আছে?

উত্তরঃ বাংলাদেশে মোট ৬৪টি জেলা আছে।

৪. প্রশ্নঃ আমাদের জাতীয় পতাকার রঙ কী?

উত্তরঃ জাতীয় পতাকার রং লাল ও সবুজ।

৫. প্রশ্নঃ আমাদের জাতীয় পতাকার নকশাকার কে?

উত্তরঃ কামরুল হাসান আমাদের জাতীয় পতাকার নকশাকার।

৬. প্রশ্নঃ আমাদের জাতীয় সংগীত কোনটি?

উত্তরঃ আমাদের জাতীয় সংগীত হলো ‘আমার সোনার বাংলা’।

৭. প্রশ্নঃ আমাদের জাতীয় সংগীত কে লিখেছেন?

উত্তরঃ আমাদের জাতীয় সংগীত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

৮. প্রশ্নঃ আমাদের জাতীয় কবি কে?

উত্তরঃ আমাদের জাতীয় কবি ‘কাজী নজরুল ইসলাম’।

৯. প্রশ্নঃ আমাদের জাতীয় মসজিদ কোনটি?

উত্তরঃ বায়তুল মোকাররাম মসজিদ আমাদের জাতীয় মসজিদ।

১০. প্রশ্নঃ আমাদের জাতীয় বন কোনটি?

উত্তরঃ সুন্দরবন আমাদের জাতীয় বন।

১১. প্রশ্নঃ আমাদের জাতীয় খেলা কী?

উত্তরঃ হা-ডু-ডু আমাদের জাতীয় খেলা।

১২. প্রশ্নঃ বাংলাদেশের শ্রেষ্ঠ পল্লীকবি কে?

উত্তরঃ জসীমউদ্দীন বাংলাদেশের শ্রেষ্ঠ পল্লীকবি।

১৩. প্রশ্নঃ বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে?

উত্তরঃ বেগম সুফিয়া কামাল বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি।

১৪. প্রশ্নঃ বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে?

উত্তর ডঃ কুদরত-ই-খুদা বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী।

১৫. প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?

উত্তরঃ জয়নুল আবেদীন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী।

১৬. প্রশ্নঃ বাংলাদেশের পাঁচটি ফসলের নাম লিখ?

উত্তরঃ i) চাল
ii) পাট
iii) গম
iv) চা
v) ডাল

১৭. প্রশ্নঃ বাংলাদেশের প্রধান খাদ্য ফসল কোনটি?

উত্তরঃ ধান বাংলাদেশের প্রধান খাদ্য ফসল।

১৮. প্রশ্নঃ বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কী?

উত্তরঃ পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।

১৯. প্রশ্নঃ বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল কোনটি?

উত্তরঃ চা বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল।

২০. প্রশ্নঃ বাংলাদেশের সোনালী আঁশ কাকে বলা হয়?

উত্তরঃ পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়।

২১. প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম বিমান বন্দর কোনটি?

উত্তরঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরটি বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দর।

২২. প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি?

উত্তরঃ চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশের বৃহত্তম সমুদ্রবন্দর।

২৩. প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন কোনটি?

উত্তরঃ কমলাপুর রেলস্টেশন বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন।

২৪. প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি?

উত্তরঃ বঙ্গবন্ধু যমুনা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু।

২৫. প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি?

উত্তরঃ কক্সবাজার সি বিচ বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত।